
পলাশবাড়ী সংবাদদাতাঃ ‘তারুণ্যের অংশগ্রহণ-খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ এপ্রিল) দুপুরে দিবসটি উপলক্ষে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদারের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মো. জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম শহীদ উল্লাহ ভূঞা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. পাপুল সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মোকলেছার রহমান, মো. মেহেদী হাসান, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মো. মুশফিকুর রহমান মিলটন, সাংবাদিক মো. ফেরদাউস মিয়া ও সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করা হয়।
শেষে উপজেলা প্রশাসন ও সুধী মহলের মধ্যে উপজেলা চত্বরে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সুধী মহল টিম ৬ উইকেটে জয়লাভ করেন।