
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আমার বাংলাদেশ পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলা টাউন হলরুমে আমার বাংলাদেশ পার্টি পলাশবাড়ী উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল অব. দিদারুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক আব্দুল বাসেদ মারজান, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মো. আবু হেলাল, এবি যুব পার্টির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টি গাইবান্ধার জেলা সিনিয়র সহ-সমন্বয়ক মন্জুরুল হক সাচ্চা, সদস্য ও সহ-সমন্বয়ক গাইবান্ধা জেলার মোস্তফা কামাল,এবি পার্টির সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক তাজুল ইসলাম,সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম,সদর উপজেলার সদস্য সচিব রানা মিয়া,গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোন্তাসিম বিল্লাহ।
বক্তরা দেশ গঠনে এবি পার্টির ভুমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।