
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিক সবুজ মিয়ার (২৩) ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সবুজ মিয়া ইটভাটায় কাজ করে। গত ৪ ফেব্রুয়ারি সবুজের স্ত্রী মেরিনা খাতুন বাবার বাড়ী আমলাগাছী কয়ারপাড়ায় বেড়াতে যায়। গত ৮ ফেব্রুয়ারি সবুজ ইটভাটায় কাজ শেষে শ্বশুর বাড়ীতে যায়। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সবুজ শ্বশুর বাড়ীতে থেকে এসে নিজ শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দীর্ঘসময় থাকে। সবুজ দীর্ঘসময় ঘরের ভিতর থাকার করণে তার বড় ভাবী মিতা বেগম দুপুর ১টার দিকে ঘরের দরজার ফাঁক দিয়ে দেখে সে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলিয়ে রয়েছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে তার মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজ মাদকাসক্ত ছিল বলে সে মানসিক চাপে থাকতেন। তবে গলায় ফাঁস দেয়ার কারণ এখনও জানা যায়নি। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।