
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দুধর্মালম্বী জনগোষ্ঠীর অর্ধশতাধিক লোকজন জামায়াতে যোগদান করেছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে দাওয়াতি সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় পৌরশহরের ৯নং ওয়ার্ডের হিজলগাড়ী গ্রামে দাওয়াতি কার্যক্রম চলাকালে কুমারপাড়ার প্রায় অর্ধশতাধিক হিন্দুধর্মালম্বীরা জামায়াতের দাওয়াত গ্রহণ পূর্বক সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।
জামায়াতে সদ্য যোগদানকৃত নবানু পালের সাথে কথা হলে তিনি জানান, ‘আমরা দীর্ঘ ৩০ বছর যাবৎ একটা জমি-জমা সংক্রান্ত ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি। টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান হয়নি।
তিনি আরো জানান, জামায়াত নেতা চাঁন মিয়া ভাই আমাদের জমির সমস্যাটি সমাধান করে দেন। কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।’
উক্ত দাওয়াতী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পৌর জামায়াত সেক্রেটারী সেনাসদস্য (অব.) বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন ও ওয়ার্ড সহ-সভাপতি শাকিল আহমেদ। অন্যান্যদের মধ্যে ৯নং ওয়ার্ড সেক্রেটারী মমিনুল ইসলাম, ছাত্র ও যুব ওয়ার্ড সভাপতি আবিদ হাসান শাকিল এবং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রাজু আহমেদ উপস্থিত ছিলেন। দাওয়াতি কার্যক্রমের নেতৃত্ব দেন ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হোসাইন।
উল্লেখ্য; বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ১১ এপ্রিল থেকে দাওয়াতি পক্ষ শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানা যায়।