পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ফেডারেশন-অব-এনজিওস-ইন-বাংলাদেশের পক্ষে থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফেডারেশন-অব-এনজিওস-ইন বাংলাদেশের পলাশবাড়ী উপজেলা শাখার কমিটির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অত্র সংগঠনের সভাপতি গণচেতনা নির্বাহী পরিচালক আবু তাহের তালুকদার, সাধারণ সম্পাদক পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটন, ব্র্যাক ম্যানেজার অসীম কুমার, উদ্দীপন শাখা ব্যবস্থাপক মাহফুজ খান, ব্র্যাক ব্রাঞ্চ ম্যানেজার জিল্লুর রহমান, ব্রিজ সংস্থার ম্যানেজার আসাদুল ইসলাম, আলোছায়া এনজিও’র নির্বাহী পরিচালক শামীম মিয়া, টিএমএসএস’র ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হক, গণ উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার রূপসা বেগম, এসকেএস ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার মোতালেব হোসেন ও পদক্ষেপ সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম প্রমুখ। ছবি সংযুক্ত
আপনার মতামত লিখুন :