উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের । এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলী (৫৫), তার বড় ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮)। এ ঘটনায় নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার এক স্বজনের মৃত্যুর খবর শুনে বোদা উপজেলার তিতোপাড়া এলাকা থেকে ওই চার স্বজন একই মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই চার মোটরসাইকেলআরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :