
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা-নির্যাতন-নীপিড়ন-ধর্ষণ এবং অনলাইনেহেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ বিচারহীনতার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ চত্বরে সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকার সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদলের সদস্য শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার, যুগ্ম আহবায়ক সুহৃদ সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির, কলেজ ছাত্রদল নেতা রায়হান সরকার, পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার, সহ-সভাপতি রুহানি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌ, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল ও কলেজ শাখার সহ-সভাপতি তানিয়া আক্তারসহ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা, দেশব্যাপী নারীদের নির্যাতন, নীপিড়ন, ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানানোসহ নারী শিশু নির্যাতন বন্ধে সারাদেশ ব্যাপী সামাজিকভাবে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে; পলাশবাড়ী সাধারণ শিক্ষার্থী ও পলাশবাড়ী ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে পৌরশহরের স্থানীয় রাব্বী মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথায় অবস্থান কর্মসূচী পালন কালে বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাগর সরকার মিনু, সামিদ, আরমান কবির, মানিকসহ অন্যান্য সাধারণন শিক্ষার্থীরা।