
সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিপেন চন্দ্র দাস। চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে ৭৭ ভোটে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক চন্দ্র দাস ছাতা প্রতীক পেয়েছেন ৮ ভোট।
গতকাল বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১২০ জন ভোটারের মধ্যে ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসের নির্বাচন কমিটি ও সহকারী পরিদর্শক আবু তৈয়ব মোঃ হাসানুর রহমান ।
এই নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণকারীর পোস্টার লিফলেট ছাপিয়ে ব্যাপক প্রচারণা করে। ব্যাপক ভোট জয়ী নিপেদ চন্দ্র দাস কাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, মৎসজীবীদের অধিকার রক্ষা ও সংরক্ষণে কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে কাজ করা হবে।