নারী নেত্রী শিখা’র মৃত্যুতে জিইউকে নির্বাহী প্রধানের শোক ও সমবেদনা জ্ঞাপন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ / ৪৭৮
নারী নেত্রী শিখা’র মৃত্যুতে জিইউকে নির্বাহী প্রধানের শোক ও সমবেদনা জ্ঞাপন

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা রেডক্রিসেন্ট চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর সিদ্দিক এর সহধর্মিনী গাইবান্ধা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বানু শিখা  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নারী নেত্রী শিখার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান এম.আবদুস্‌ সালাম। শোকবার্তায় তিনি জানান ব্যক্তিগতভাবে এবং জিইউকের পরিবারের সদস্যরাও এই মৃত্যুতে শোকাহত। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আজ ররিবার বিকালে অসুস্থ হলে হেলিকেপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তিনি সন্ধ্যা ৭:২০ মিনিটে মৃত্যু বরন করেন।

আগামীকাল (সোমবার) বাদ জোহর মরহুমার নামাজের জানাজা গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে।