
সাদুল্লাপুর সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির কাউন্সিল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আনাসর প্রতীকে আমিনুর রহমান মিলন ও চশমা প্রতীকে মাসুদ প্রামাণিকের প্রদত্ত্ব ভোট নিয়ে প্রাথমিক জটিলতার সৃষ্টি হয়। এ নির্বাচনের একদিন পর অবশেষে সেই জটিলতা কাটিয়ে আমিনুর রহমান মিলন ২১৭ পেয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাসুদ প্রামাণিক পেয়েছেন ২১৬ ভোট।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল। তিনি বলেন, বুধবার বিএনপির রংপুর বিভাগীয় দুই সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলামের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সামিয়ূর রহমান এই ফলাফল ঘোষণা করেছেন।
আর আগে মঙ্গলবার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির তিনটি পদে কাউন্সিল ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এদিন সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে রুহুল আমিন সরকার ১৪৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে মাসুদ মিয়া ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ফলাফলের একদিন পর সভাপতি পদে আমিনুর রহমান মিলনকে বিজয়ী ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সামিয়ূর রহমান।