ধান মাড়াই কলের ছিটকে আসা যন্ত্রাংশের আঘাতে প্রাণ গেল শিশুর


প্রকাশের সময় : মে ২৭, ২০২৩, ৯:২১ পূর্বাহ্ণ / ২৭
ধান মাড়াই কলের ছিটকে আসা যন্ত্রাংশের আঘাতে প্রাণ গেল শিশুর

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
বাড়ীর সামনে সঙ্গীদের সাথে খেলতে গিয়ে ধান মাড়াই কলের যন্ত্রাংশের আঘাতে বাবা মায়ের সামনে ছটফট করতে করতে প্রাণ গেল তাসনিমা তাবাসুম হোসা নামের আড়াই বছরের এক শিশু। আজ শুক্রবার বেলা ১১টায় গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামের। সোহা ওই গ্রামের সাইফুজ্জামন টগরের কন্যা।
কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান সোহা ও তার আরো ২ সঙ্গী পিতার মোটর সাইকেলের ওপর বসে খেলা করছিল। সে সময় প্রায় একশ গজ দুরে প্রতিবেশী ধান মাড়াইয়ের কাজ করছিল। হঠাৎ মাড়্ইা কলের একটি নাট-বোল্ট খুলে এসে তার মাথায় লাগলে সে মাটিতে পরে ছটফট করতে থাকে। খবর পেয়ে তার বাব-মা ছুটে আসে কিন্তু মূহর্তের মধ্যেই তাদের সামনেই সে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।