প্রতিনিধি, গাইবান্ধা
রুখবো দুনীর্তি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ—এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা জেলা দনীর্তি প্রতিরোধ কমিটি মতবিনিময় সভার আয়োজন করে।
আজ দুপুরে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহ—সভাপতি জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুনীর্তি দমন কমিশন—ঢাকা এর অনুসন্ধান ও তদন্ত— এর মহাপরিচালক মোতাহার হোসেন, বিশেষ অতিথি ছিলেন দুনীর্তি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালেবুর রহমান, উপ—পরিচালক শাওন মিয়া।
এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন, সহ—সভাপতি সাইদুর রহমান বাবু, হুমায়ন কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, আবেদুর রহমান স্বপন আফতাব হোসেন, নাজমা বেগম, আফরোজা লুনা, ইফতেকার ইমরান, ইকরাম উল ইসলাম, জায়েদা আনোয়ারী। সভায় দুদক রংপুর অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার