
সংবাদদাতাঃ গাইবান্ধা সদরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উর্বর ভূমি হিসেবে পরিচিত দারিয়াপুর আমান উল্যাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৪৫ উর্ধ্ব বয়সীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ৭৫ বছর পূর্তি উৎসব কমিটি, দারিয়াপুর এটির আয়োজন করেছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে ৬টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। এদের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ ৪টি দল সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথম সেমি ফাইনাল ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এতে হাসনা হেনা একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে যায় কৃষ্ণচূড়া একাদশ। দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মোকাবেলা করে সূর্যমুখী ও শাপলা একাদশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শাপলা একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট অর্জন করে সূর্যমুখী একাদশ। আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ৩টায় আমান উল্যাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচটিতে অংশ নেবে সূর্যমুখী ও কৃষ্ণচূড়া একাদশ। ফাইনাল খেলা শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত এবং দারিয়াপুরের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই রকম ব্যাতিক্রমী আয়োজন আমরা প্রতি বছরই করে থাকি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। খেলাটির তত্বাবধানে রয়েছেন রায়হানুল হাবিব সিপার, জুলহাস, সবুজ ও মুসলিম।