Dhaka ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তিন চাকার বাইসাইকেল!

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪০ Time View

প্রতিনিধি, সাদুল্লাপুর:
তিন চাকার বাইসাইকেল তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন কলেজ শিক্ষার্থী সাদুল্লাপুরের লাখু মিয়া। দুই বন্ধু মারুফ ও রিফাতের সহযোগিতায় এই ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করেছেন লাখু মিয়া। তিন চাকার বাইসাইকেলে চার বন্ধু মিলে কয়েকদিন ধরে কলেজে আসতে দেখে নজরে পড়ে অন্যদের। এমনকি, তাদের এই বাইসাইকেলের চলাচলে বেশ আনন্দও উপভোগ করছেন পথচারীরা। লাখুর সাথে কথা বলে যানা যায়, তার নিজের উদ্ভাবনী চিন্তা থেকেই এমন বাইসাইকেল তৈরির প্লান করেন। এই প্লান থেকে আরেক বন্ধুর বাইসাইকেলের একটি চাকা খুলে নিজেই তৈরি করেন তিন চাকার দুই বাইসাইকেল।
লাখু সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দ রুহিয়া গ্রামের মো.বিরাজ উদ্দিন আকন্দের ছেলে। তার পিতা বিরাজ উদ্দিন ছেলেটি ছোট থেকেই বিভিন্ন কাজেই ব্যতিক্রম প্রতিভার প্রকাশ দেখায়, তারি ধারাবাহিকতায় এমন ব্যতিক্রম বাই- সাইকেল তৈরির আইডিয়ার জন্য এলাকার লোকজনের কাছে পরিতিও পেয়েছেন। আর অল্প খরচে ভিন্নধর্মী এই সাইকেলে তৈরির পর মানুষজনের ইতিবাচক প্রশংসায় বেশ খুশিও লাখু মিয়া। লাখুর মতে, চারবন্ধু একসাথে কলেজে যাওয়া যাচ্ছে এইটিই ভিন্নতা। খরচও তেমন বেশি না। আর এতে তিন চাকার বাইসাইকেল দু’বন্ধু মিলে চালানো যায়, এতে শক্তিও কম লাগে। একসাথে চারবন্ধু চলতে গিয়ে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়। শিক্ষার্থীদের জন্য তিন চাকার বাইসাইকেল তৈরি করলে বিক্রিও হবে বলে লাখু মনে করেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজের ১ম বর্ষে পড়ালেখা করছেন লাখু মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তিন চাকার বাইসাইকেল!

Update Time : ০১:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

প্রতিনিধি, সাদুল্লাপুর:
তিন চাকার বাইসাইকেল তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন কলেজ শিক্ষার্থী সাদুল্লাপুরের লাখু মিয়া। দুই বন্ধু মারুফ ও রিফাতের সহযোগিতায় এই ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করেছেন লাখু মিয়া। তিন চাকার বাইসাইকেলে চার বন্ধু মিলে কয়েকদিন ধরে কলেজে আসতে দেখে নজরে পড়ে অন্যদের। এমনকি, তাদের এই বাইসাইকেলের চলাচলে বেশ আনন্দও উপভোগ করছেন পথচারীরা। লাখুর সাথে কথা বলে যানা যায়, তার নিজের উদ্ভাবনী চিন্তা থেকেই এমন বাইসাইকেল তৈরির প্লান করেন। এই প্লান থেকে আরেক বন্ধুর বাইসাইকেলের একটি চাকা খুলে নিজেই তৈরি করেন তিন চাকার দুই বাইসাইকেল।
লাখু সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দ রুহিয়া গ্রামের মো.বিরাজ উদ্দিন আকন্দের ছেলে। তার পিতা বিরাজ উদ্দিন ছেলেটি ছোট থেকেই বিভিন্ন কাজেই ব্যতিক্রম প্রতিভার প্রকাশ দেখায়, তারি ধারাবাহিকতায় এমন ব্যতিক্রম বাই- সাইকেল তৈরির আইডিয়ার জন্য এলাকার লোকজনের কাছে পরিতিও পেয়েছেন। আর অল্প খরচে ভিন্নধর্মী এই সাইকেলে তৈরির পর মানুষজনের ইতিবাচক প্রশংসায় বেশ খুশিও লাখু মিয়া। লাখুর মতে, চারবন্ধু একসাথে কলেজে যাওয়া যাচ্ছে এইটিই ভিন্নতা। খরচও তেমন বেশি না। আর এতে তিন চাকার বাইসাইকেল দু’বন্ধু মিলে চালানো যায়, এতে শক্তিও কম লাগে। একসাথে চারবন্ধু চলতে গিয়ে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়। শিক্ষার্থীদের জন্য তিন চাকার বাইসাইকেল তৈরি করলে বিক্রিও হবে বলে লাখু মনে করেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজের ১ম বর্ষে পড়ালেখা করছেন লাখু মিয়া।