
স্টাফ রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে গাইবান্ধা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে জজ কোর্ট চত্বরে অব¯’ান কর্মসূচি পালন করে।
অ্যাড. আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, অ্যাড হানিফ বেলাল, অ্যাড. ছামিউল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, অ্যাড. হাবিবুল্লাহ খন্দকার ইমরান, অ্যাড. খন্দকার আল আমিন প্রমুখ। স›ঞ্চালনা করেন অ্যাডভোকেট শাহনেওয়াজ খান।