
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ বিএনপি;র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কুলি-শ্রমিক-রিক্সাচালকসহ বিভিন্ন পেশার ২ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, পৌর যুবদলের আহবায়ক মইনুদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান রতন, যুবদল নেতা সিজু প্রমুখ।