
স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ মার্চ বিএমএ গাইবান্ধার কার্যালয়ে এক সভায় আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে ডাঃ একেএম শামসুজ্জোহা খন্দকারকে সভাপতি ও ডাঃ মোঃ শাহারুল আলম মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ সভাপতি ডাঃ ফেরদৌস হোসেন মনজু, সহ সভাপতি ডাঃ আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান আকন্দ, কোষাধ্যক্ষ ডাঃ এসএম তানভীর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক ডাঃ মিনহাজ ইবনে সৌমিক, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ মাসুদার রহমান আকন্দ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মুনতাসীর রহমান তৌমুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডাঃ মোঃ রেফায়েত উল্লাহ, গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ খোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ এ এইচ এম আব্দুল ওয়াহিদ শাকিব, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডাঃ মোছাঃ ইসমত জাহান রেশমা। কমিটির সদস্যরা হলেন ডাঃ আ,খ,ম আসাদুজ্জামান সাজু, ডাঃ মোঃ রফিকুজ্জামান,ডাঃ তাহেরা আক্তার মনি, ডাঃ এমএ সালেহ, ডাঃ মোঃ হারুনর রশীদ, ডাঃ এলাহী বকস, ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ মাহমুদ হাসান মিথুন, ডাঃ কামরুল হাসান মিঠু, ডাঃ মোঃ হুমায়ন কবির হিমু।
বিএমএ গাইবান্ধা জেলা সভাপতি ডাঃ মোঃ শামসুজ্জোহা খন্দকার ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহারুল আলম মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।