
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি’র সন্ত্রাসী ইয়াবা স¤্রাট হাবিবের তান্ডব থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গবার সকাল ১০টায় ঝালকাঠি বিসিক এর সামনে মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন স্থানীয়রা। এ সময় ভুক্তভোগীরা ইয়াবা সম্্রাট হাবিবকে আটক করে দ্রুত শাস্তী দাবী করেন। ববÍারা জানান ,হাবিব প্রায় ১৫ বছর যাবত মাদক ব্যবসায়ী চালিয়ে আসছে। স্থানীয়রা অনেক বুজিয়েছেন কিন্ত সে কোন কথা মানছেনা। এ তে সে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীসহ একাধিক ব্যক্তির উপর হামলা চালিয়েছে। এ হামলায় মামলা সহ বিভিন্ন মামলা চলমান রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত হাবিব ঢাপড় গ্রামের সীমান্তবর্তী লক্ষনকাঠি গ্রামের মৃত.মোতাহার আলীর ছেলে। এ মানববন্ধনর সময় ববÍব্য রাখেন মো: কবির হোসেন, সাইদুর রহমান বাছির, রাসেল মাষ্টার, রাজন, মো:খলিলুর রহমান, খলিল,মো: বেলায়েত হোসেন, সোহেল,লাদেনসহ একাধিক ব্যক্তি। ঘন্টাব্যপি এ মানববন্ধন কর্মসুচিতে প্রায় স্থানীয় কয়েকশত নারী পুরুষ বৃদ্ধারা অংশগ্রহন করেন।