
সংবাদদাতাঃ ৫৩তম শীতকালীন জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিকাল ৪টায় গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) আল মামুন। গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, আসাদুজ্জামান গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুল হক উজ্জল, গাইবান্ধা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি ও গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম রোকন, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এহসান কবির, কিয়ামত উল্লাহ্ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য দেন। জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় দারিয়াপুর কিয়ামত উল্ল্যাহ্ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জয়জয়কার। তারা সাত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পদক পেয়েছে। এছাড়া ক্রিকেটে ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ এবং বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়। জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম তার বক্তব্যে, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বেশি বেশি খেলাধুলায় উৎসাহিত করার আহবান জানান। উল্লেখ্য যে, বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রতিযোগিতার আয়োজক জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, গাইবান্ধা।