
প্রেসি বিজ্ঞপ্তি:
জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসাদুজ্জামান সুবহানী। তিনি অবসরগ্রহণের আগে বাংলাদেশ আর্মি এডুকেশন কোরের পরিচালক হিসেবে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ,আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উত্তরাঞ্চলভিত্তিক দেশের সুনামধন্য বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ব্যবস্থাপনায় গাইবান্ধা শহরের পুলিশ লাইনস্ সংলগ্ন সাঘাটা-গাইবান্ধা সড়কের পাশে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্য নিয়ে অত্যাধুনিক ভবন নির্মান করে। এই প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে আবাসিক ও অনাবাসিক প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি নেয়া হবে।