
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী নলডাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মীদের স্থান দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।
শনিবার (১ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ ফেব্রুয়ারি অনুমোদিত কমিটিতে স্বৈরাচার সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসন করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম ও সাধারণ সম্পাদক তারেক জামান তারেক স্বাক্ষরিত কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব অতীতে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার পরিবারের অধিকাংশ সদস্য বিভিন্ন পর্যায়ে সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা আলম মিয়া জাতীয় পার্টির নেতা, বড় ভাই হেলাল মিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চাচা সাইফুল ইসলাম জেলা তাঁতী লীগের সহ-সভাপতি এবং আরেক চাচা মো. ভুট্টু মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন
বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর রাকিবুল ইসলাম রাকিব জেলা ও উপজেলা নেতাদের ম্যানেজ করে সাধারণ সম্পাদক পদ দখল করেছেন। এতে ত্যাগী ও নির্যাতিত ছাত্রদল নেতাকর্মীরা হতাশ হয়েছে। তারা অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জেলা ও কেন্দ্রীয় নেতারা এই বিতর্কিত কমিটি বাতিল না করেন, তাহলে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এবিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম বলেন, নলডাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুমোদন করেছেন। জেলা কমিটির দায়িত্ব হিসেবে আমরা শুধুমাত্র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কমিটিতে স্বাক্ষর করেছি। পরবর্তীতে আমরা শুনেছি যে, ওই কমিটিতে একজন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্ভুক্তি ঘটেছে। যদি এ অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে আমরা বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবো।