Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২০ Time View

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষক সংকটে থমকে যাওয়া নব্য জাতীয়করনকৃত চিলমারী সরকারী কলেজে যোগদান করেছে পূর্ণাঙ্গ পদায়নকৃত অধ্যক্ষ। কলেজটিতে ৯বিষয়ে শিক্ষক শুন্য হয়ে পড়ায় বর্তমানে মাত্র ২২জন শিক্ষক নিয়ে সহশ্রাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম খুড়িয়ে চলছিল।নতুন অধ্যক্ষ যোগদান করায় কলেজটির শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে সচেতন মহলের আকাঙ্খা।
জানা গেছে,উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চিলমারী সরকারী কলেজ যা ১৯৮৫সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।উপজেলা ভিত্তিক একটি কলেজ জাতীয়করণের লক্ষ্যে কলেজটিকে ২০১৮সালের ৮আগষ্ট তারিখ থেকে সরকারীকৃত হিসাবে প্রজ্ঞাপন জারী করা হয়। প্রজ্ঞাপনের আলোকে দীর্ঘ প্রতিক্ষার পর প্রতিষ্ঠানটি ৪৮জন নন-ক্যাডার শিক্ষক ও ১৯জন কর্মচারী মিলে মোট ৬৭জনের জন্য ২০২৪সালের ৪জানুয়ারী তারিখে নিয়োগপত্র ইস্যু করে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি)। নিয়োগপত্র ইস্যু হওয়াদের মধ্যে জীবিত এবং আছেন ৬০ শিক্ষক-কর্মচারী।সে মোতাবেক তৎকালিন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ মোট ৬০জন শিক্ষক-কর্মচারী তাদের স্ব-স্ব যোগদান পত্র দাখিল করেন। এর পর মাত্র ৪৩জন শিক্ষক-কর্মচারী নিয়ে নব্যজাতীয়করণকৃতি ওই কলেজটি যাত্রা শুরু করে। গত ১বছরে অবসরে যেতে যেতে ৯টি বিভাগ(বিষয়)শিক্ষক শুন্য হয়ে পড়ায় মাত্র ২২জন শিক্ষক নিয়ে কোন রকমে খুঁড়িয়ে চলছে কলেজটির পাঠদান কার্যক্রম।বিষয় ভিত্তিক শিক্ষক সংকট এবং নড়বড়ে প্রশাসন সবমিলে ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।
মঙ্গলবার(১৫ এপ্রিল)ওই কলেজে যোগদান করেছেন ১৬তম বিসিএস(সাধারণ শিক্ষা)’র প্রফেসর ড.মো.মজিবল হায়দর চৌধুরী(৩৫৫০)। সম্প্রতি নব্য জাতীয়করনকৃত কলেজসমুহে পদায়নকৃত ১৩৫জন অধ্যক্ষের মধে তিনি একজন। অধ্যক্ষ হিসাবে কলেজে যোগদান করায় তাকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সরেজমিনে চিলমারী সরকারী কলেজে জানা গেছে,কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিদ্যা বিষয়ের অধ্যাপক ড.মো. মজিবল হায়দর চৌধুরীকে চিলমারী সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে সংযুক্ত করা হয়েছে। সে মোতাবেক তিনি মঙ্গলবার সকালে ওই কলেজে যোগদান করে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।
কলেজটির ইংরেজী বিষয়ের প্রভাষক মো.জিয়াউর রহমান জুয়েল জানান,অনেকদিন থেকে কলেজে পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কার্যক্রম কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। আজ অধ্যক্ষ স্যার যোগদান করায় কলেজে শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম বেগবান হবে বলে আমরা আশাবাদি।
চিলমারী সরকারী কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ড.মো.মজিবল হায়দর চৌধুরী(৩৫৫০)জানান,চিলমারী সরকারী কলেজে সদ্য যোগদান করলাম। প্রতিষ্ঠানটির কর্মরত শিক্ষক এবং এলাকাবাসীর সহযোগীতা পেলে প্রতিষ্ঠানটিকে সবদিক থেকে এগিয়ে নেয়া যাবে।

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান

Update Time : ০৮:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষক সংকটে থমকে যাওয়া নব্য জাতীয়করনকৃত চিলমারী সরকারী কলেজে যোগদান করেছে পূর্ণাঙ্গ পদায়নকৃত অধ্যক্ষ। কলেজটিতে ৯বিষয়ে শিক্ষক শুন্য হয়ে পড়ায় বর্তমানে মাত্র ২২জন শিক্ষক নিয়ে সহশ্রাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম খুড়িয়ে চলছিল।নতুন অধ্যক্ষ যোগদান করায় কলেজটির শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে সচেতন মহলের আকাঙ্খা।
জানা গেছে,উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চিলমারী সরকারী কলেজ যা ১৯৮৫সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।উপজেলা ভিত্তিক একটি কলেজ জাতীয়করণের লক্ষ্যে কলেজটিকে ২০১৮সালের ৮আগষ্ট তারিখ থেকে সরকারীকৃত হিসাবে প্রজ্ঞাপন জারী করা হয়। প্রজ্ঞাপনের আলোকে দীর্ঘ প্রতিক্ষার পর প্রতিষ্ঠানটি ৪৮জন নন-ক্যাডার শিক্ষক ও ১৯জন কর্মচারী মিলে মোট ৬৭জনের জন্য ২০২৪সালের ৪জানুয়ারী তারিখে নিয়োগপত্র ইস্যু করে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি)। নিয়োগপত্র ইস্যু হওয়াদের মধ্যে জীবিত এবং আছেন ৬০ শিক্ষক-কর্মচারী।সে মোতাবেক তৎকালিন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ মোট ৬০জন শিক্ষক-কর্মচারী তাদের স্ব-স্ব যোগদান পত্র দাখিল করেন। এর পর মাত্র ৪৩জন শিক্ষক-কর্মচারী নিয়ে নব্যজাতীয়করণকৃতি ওই কলেজটি যাত্রা শুরু করে। গত ১বছরে অবসরে যেতে যেতে ৯টি বিভাগ(বিষয়)শিক্ষক শুন্য হয়ে পড়ায় মাত্র ২২জন শিক্ষক নিয়ে কোন রকমে খুঁড়িয়ে চলছে কলেজটির পাঠদান কার্যক্রম।বিষয় ভিত্তিক শিক্ষক সংকট এবং নড়বড়ে প্রশাসন সবমিলে ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।
মঙ্গলবার(১৫ এপ্রিল)ওই কলেজে যোগদান করেছেন ১৬তম বিসিএস(সাধারণ শিক্ষা)’র প্রফেসর ড.মো.মজিবল হায়দর চৌধুরী(৩৫৫০)। সম্প্রতি নব্য জাতীয়করনকৃত কলেজসমুহে পদায়নকৃত ১৩৫জন অধ্যক্ষের মধে তিনি একজন। অধ্যক্ষ হিসাবে কলেজে যোগদান করায় তাকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সরেজমিনে চিলমারী সরকারী কলেজে জানা গেছে,কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিদ্যা বিষয়ের অধ্যাপক ড.মো. মজিবল হায়দর চৌধুরীকে চিলমারী সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে সংযুক্ত করা হয়েছে। সে মোতাবেক তিনি মঙ্গলবার সকালে ওই কলেজে যোগদান করে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।
কলেজটির ইংরেজী বিষয়ের প্রভাষক মো.জিয়াউর রহমান জুয়েল জানান,অনেকদিন থেকে কলেজে পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কার্যক্রম কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। আজ অধ্যক্ষ স্যার যোগদান করায় কলেজে শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম বেগবান হবে বলে আমরা আশাবাদি।
চিলমারী সরকারী কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ড.মো.মজিবল হায়দর চৌধুরী(৩৫৫০)জানান,চিলমারী সরকারী কলেজে সদ্য যোগদান করলাম। প্রতিষ্ঠানটির কর্মরত শিক্ষক এবং এলাকাবাসীর সহযোগীতা পেলে প্রতিষ্ঠানটিকে সবদিক থেকে এগিয়ে নেয়া যাবে।