
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাত নামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। বুধবার চিলমারী মডেল থানায় সাহেব আলী নামের এক ভুক্তভোগি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় এজাহারে উল্লেখ্য করা হয়,২০২৪এর জুলাই-আগষ্টের সরকার পতন আন্দোলনে ২আগস্ট উপজেলার সরকার পাড়া মসজিদ থেকে জুম্মার নামাজ বাদ একদফা দাবিতে একটি মিছিল বের হয়েছিল। মিছিলটি কলেজ মোড় এলাকা পেরিয়ে এলএসডি মোড়ে গিয়ে অবস্থান নেয়। এসময় ছাত্রপ্রতিনিধিরা বক্তব্য দেয়ার এক পর্যায়ে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় আব্দুর রহমান পারভেজ,দৃষ্টি প্রতিবন্ধি অন্তর মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছিল। এঘটনায় উপজেলার মুদাফৎথানা সরকারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে সাহেব আলী(১৯) নামের এক ভূক্তভোগি বাদী হয়ে কুড়িগ্রাম-৪(চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাত নামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।
ওসি মুশাহেদ খান জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাত নামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নথিভুক্ত হয়েছে।আসামী গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।