
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর আনিছুল ইসলাম আনেছ(৫৫) নামে আরো ১জনকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।এনিয়ে ৫দিনের অপারেশন ডেভিল হান্টে মোট ৭জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(১৮ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুদাফৎথানা বেলেরভিটা এলাকায় অভিযান চালিয়ে মৃত-রফিকুল ইসলামের ছেলে আনিছুল ইসলাম আনেছকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।এনিয়ে ৫দিনের অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ৭জনকে আটক করা হয়েছে।
ওসি মুশাহেদ খান জানান,ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩,তাং-১২/০২/ ২০২৫ ইং মুলে আনিছুল ইসলাম আনেছকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।