প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের চাষীদের মাঝে শস্য বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এডব্লিউও ইন্টারন্যাশনাল এর সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত প্রোসপারেটি প্রকল্পভুক্ত ৫০জন চাষীর মাঝে বাদাম, তরমুজ. গাজর বীজ, ভার্মি কম্পোস্ট, রিবন পাইপ প্রদান করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তি চাষীদের হাতে কৃষি উপকরণ তুলে দেন। এসময় জিইউকে’র নিবাহী প্রধান এম.আবদুস্্ সালাম, পরিচালক আবু সায়েম জান্নাতুন নূর রিশাত, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (নেজারত) সাদরুল আলমসহ জিইউকে’র ব্যবস্থাপনা টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনামঃ
চরাঞ্চলের চাষীদের মাঝে কৃষি উপকরণ প্রদান
- Reporter Name
- Update Time : ০৬:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- ৮৭ Time View
Tag :