ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। পরে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি সেলিম হাসনাত এর সভাপতিত্বে ও সদস্য নাহিদ হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, ঘোড়াঘাট থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ নাজমুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বন্ধন রক্তদান সংগঠনের সদস্য, ছাব্বির হাসান, হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য আল আমিন ইসলাম, দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য নাহিদ হাসান, অত্র সংগঠনের সদস্য রায়হান কবীর, তারেক হাসান, সাংবাদিক রাফছানজানী শুভ প্রমুখ। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একজন প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার প্রদান ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার