
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গোপালপুর শহীদ রশিদ চৌধুরী দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক ও প্রাক্তন ছাত্র মো.জাহাঙ্গীর আলম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপ- সচিব,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত কাজী শামসুল হুদা চৌধুরী ছেলে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নান্নু সরকার,সহকারি প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান,উপজেলা সুজনের সভাপতি ও প্রাক্তন শিক্ষক আব্দুল ওহাব সরকারসহ অনেকে।
উদ্বোধন শেষে অতিথিরা গোপালপুর শহীদ রশিদ চৌধুরী দ্বি -মূখী উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।