ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষে এক গাড়ীর ড্রাইভার ও অপর গাড়ীর হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৬ আগস্ট) সকাল ৭ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মিশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার ভাতপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার শাহিন আলম (২৯) ও অপরজন হলেন, যশোর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ট্রাকের হেলপার সাব্বির হোসেন (১৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর গামী একটি ট্রাক ( যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৪৪১০) মিশন নামক এলাকায় রাস্তার পাশে থামিয়ে গাড়ীর টুকটাক মেরামতের কাজ করেছিলেন। একই সময় একই দিক থেকে আসা একটি মালবাহী বড় ট্রাক ( যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৪৬০১) থামিয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে দোকানের ভিতর প্রবেশ করে। এসময় থামিয়ে থাকা ট্রাকের ড্রাইভার আহত হন ও অপর ট্রাকের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ীর কেবিনে আটকা পড়ে যায়। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আটকা পড়া হেলপার সহ অপর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দূর্ঘটনা কবলিত ট্রাকের কেবিনের কিছু অংশ কেটে ট্রাকের হেলপার ও অপর গাড়ীর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাক দুটি ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :