
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালী বের হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।