
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন,উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,গত বছরের ৪ই আগষ্ট ঘোড়াঘাট পৌরসভার বাসষ্ট্যান্ডে ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানোর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।