
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ নিউ ভিশন পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ কৃতি ছাত্রছাএীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে স্কুল চত্বরে পরিচালক মাজহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে সহকারী শিক্ষক প্রতীতি হাবীব অন্যন্যার সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদীদল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা সদস্য নাজিম উদ্দীন আলম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মাজেদুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুস সালাম।এছাড়াও আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সহকারী শিক্ষক আলামিন,তাজুল ইসলাম, হাসান,ফেরদৌসী খাতুন,অভিভাবক সুরুজ সরকার,আমিনুল ইসলাম প্রমুখ। শেষে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।