
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দামগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার। দামগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জোবায়ের হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এসএসএম ফারুকুল ইসলাম, বোরহান মিয়া সহকারী শিক্ষিকা তানজিনা নাসরিন, বিদায়ী শিক্ষার্থী বিথী খাতুনসহ অন্যান্যরা। এসম স্কুলের শিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রী, সুধীজন, এলাকার গণ্যমাণ্য বর্গসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে সভাপতির পক্ষ থেকে পরীক্ষার উপকরণ কলম, পেনসিল বক্স, স্কেল, পেনসিল,রাবার ও কভার ফাইল বিতরণ করা হয়।।