
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২১ টি হাট-বাজারের মধ্যে ১৮ টি হাট-বাজার ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা সম্পন্ন করেছেন উপজেলা হাট-বাজার ইজারা কমিটি।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা হাট-বাজার ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এ ইজারা কার্যক্রম সম্পন্ন করেন। গত ১০ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে উপজেলার ২১ টি হাট-বাজারের ইজারা প্রদানের নিমিত্তে দরপত্র জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন উপজেলা হাট-বাজার ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
দরপত্র জমাদানের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী বিকেল ৫ টা পর্যন্ত ২১ টি হাট-বাজারের মধ্যে ১৮ টি হাট-বাজারের বিপরীতে ৩৮ টি দরপত্র জমা পরে। অবশিষ্ট ৩ টি হাট-বাজারের বিপরীতে কোন দরপত্র জমা পরেনি। এর পর দরপত্র বক্স দরদাতাদের উপস্থিতিতে খোলা হয় এবং যাচাই বাছাই অন্তে সর্বোচ্চ দরদাতাদের মধ্যে ১৮ টি হাট-বাজার ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা সম্পন্ন করেছেন উপজেলা হাট-বাজার ইজারা কমিটি।
ইজারা প্রদানকৃত হাট-বাজারগুলো হচ্ছে, দিঘির হাট-বাজার, কাটাবাড়ী হাট-বাজার, শহরগছি হাট-বাজার,ইসলামপুর হাট-বাজার,পানিতলা হাট-বাজার,সাহেবগঞ্জ হাট-বাজার বৈরাগী হাট-বাজার, কোমরপুর হাট-বাজার, কাটাখালী বালুয়া হাট, চরকতোলা হাট-বাজার, হরিতলা হাট-বাজার, রথের হাট-বাজার, ক্রোড়গাছা হাট-বাজার, ঘিডাংগা হাট-বাজার, ফাঁসিতলা হাট-বাজার, চাঁদপাড়া হাট-বাজার, কোচাশহর হাট-বাজার ও মহিমাগঞ্জ হাট-বাজার।
অন্যদিকে কামদিয়া হাট-বাজার, জামালপুর হাট-বাজার ও নাকাই হাট-বাজারের বিপরীতে কোন দরপত্র জমা না পরায় উক্ত তিনটি হাট-বাজারের জন্য পূণ দরপত্র আহবান করার কথা জানান উপজেলা হাট-বাজার ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর পরিচালনায় হাট-বাজার ইজারা প্রদানে উপস্থিত ছিলেন, ইজারা কমিটির সচিব ও উপজেলা প্রকৌশলী মাহাবুব আলম সদস্য উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামূল হক প্রমূখ।