
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ কামারদহ ইউপি থেকে এক ডাকাত সদস্যকে আটক করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কামারদহ ইউপির পশ্চিম মাস্তা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রায়হান নামক অপর এক ডাকাত সদস্যকে কামারদহ ইউপির ফাঁসিতলা এলাকা থেকে থানা পুলিশ আটক করে ।
এক ডাকাত সদস্যকে আটক করে থানা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।