
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ পুনতাইড় খামার পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ী ঘর ভাংচুর,লুটপাটে বাঁধা দেওয়ায় ৫জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় খামারপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে কৃষক মুরাদ জামান গংদের সাথে একই গ্রামের আমেনা বেগম,এবাদুল,শাহিনুর গংদের সাথে পূর্ব বিরোধ চলছিল,এই বিরোধের জের ধরে আজ রোববার বিকালে কৃষক মুরাদ জামানের বসতবাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট শুরু করে, এতে বাঁধা দেওয়ায় মুরাদ জামান, ফরিদা বেগম,মৌসমী খাতুন,মনোয়ারা বেগমকে বেধাড়ক মারপিট করে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।