
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন(০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার কামদিয়া ইউনিয়নের চকমানিকপুর গ্রামের রায়হান ফকিরের পুত্র।
শুক্রবার দুপুরে বাড়ী পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে কাউড়াগারি কবরস্থানের পাশের নতুন পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে বাড়ীতে না পেয়ে আববারকে খুঁজতে বেড়িয়ে পরিবারের লোকজন পুকুরে পানিতে তাকে ভাসতে থাকা দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।