
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আনন্দ টেলিভিশনের ৭বর্ষপুর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালি আলোচনা সভা ও কের্ক কর্তন। গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে আনন্দ টেলিভিশনের গোবিন্দগঞ্জ প্রতিনিধি উজ্জল হক প্রধানের আয়োজনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপি’র রংপুর বিভাগের সহ সাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, থানা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু । র্যালি শেষে উজ্জল হক প্রধানের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধানের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক শওকত জামান, রির্পোটাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ। শেষে কের্ক কর্তন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।