প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৪:৪০ পি.এম
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার নিহত
![]()
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের খলসী নামক স্থানে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাকের পিছনে আর একটি দ্রæতগামী আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই হেলপার হাসান আলী (৩০) নিহত হয়েছে। এসময আলুবাহী ট্রাকের চালক-হেলপার আহত হয়েছেন। সে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে খলসী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, রাতে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় খলসী এলাকায় পৌঁছল ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে ট্রাকটি সড়কের পাশে রেখে ইঞ্জিন মেরামত করছিল। এ সময় ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জগামী আরেকটি ট্রাক দ্রæতগতিতে ধাক্কা দিলে দুটি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার হাসান নিহত হয়। ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। রাতেই হেলপারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার