
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিসিবি’র পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে ২ ব্যবসায়ির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে অভিযান পরিচালনার সময় গোলাপবাগ হাটের মুদি দোকানদার সাইফুল ইসলামকে টিসিবি’র সয়াবিন তেলের বোতল সহ আটক করে।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই হাটের মুদি দোকানদার বাচ্চু মিয়াকে ২৮ লিটার টিসিবির সয়াবিন তেল সহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ্য ভাবে মজুদ ও বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান পরিচালনাার সময় উপজেলা খাদ্য কর্মকর্তা রওশানুল কাওছার, গোবিন্দগঞ্জ থানার এস আই মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেওয়া হয়। কিন্তু সেই পণ্য এখানে মজুদ রেখে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবি’র পণ্যসহ আটক করে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।