
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার এবং জড়িতদের শাস্তিনিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রশাসনিক ভবন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অধ্যক্ষ নাসির আহমেদের মাধ্যমে ছাত্রদল নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করে । এরপর কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ কুমার, সরকারি কলেজ ও জেলা ছাত্রদলের সদস্য নুর আলম প্রধান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ পাঠান বিপুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিন প্রধান, ফেরদৌস আলম, কলেজ ছাত্রদল নেতা তানজিমুল ইসলাম তানজিদ, মো: নাহিদ সরকার কলেজ ছাত্রদল নেতা তুহিন, নিশাত, স্বরন, বিদ্যুৎ, লিখন, রাফিদ, রুবেল, জীবন প্রমুখ।