
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াত অফিসে এসে শেষ হয়।মিছিলের পূর্বে স্থানীয় দারুল ফোরকান ট্রাস্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন সরকার, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুল বারী, আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, মাওলানা রেজাউল করিম, আব্দুল হান্নান শেখ, আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক হাসান সাঈদ তালুকদার, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যা অবিলম্বে বন্ধের দাবী জানান।সেই সাথে বিশ্ব মুসলিমকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।