
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ছয়ঘড়িয়া শাহ্ হান্নানিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার আয়োজনে নবীন বরণ-বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ।
কৃষ্ণপুর ছয়ঘড়িয়া শাহ্ হান্নানিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসা সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষ্ণপুর ছয়ঘড়িয়া শাহ্ হান্নানিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শাহ্ হান্নানসহ মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।