
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদলের ইফতার মাহফিলে হামলার ঘটনায় জেলা তাঁতীদলের সাবেক সদস্য মাফিজুর রহমান খোকনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাফিজুর রহমান খোকন। লিখিত বক্তব্য পাঠ কালে খোকন বলেন, ৮ মার্চ গোবিন্দগঞ্জের শ্রীমুখ হাফিজিয়া মাদ্রাসায় কৃষকদল ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত মাহফিলে কৃষকদলের নেতৃবৃন্দ স্থানীয় বিএনপিকে দাওয়াত না দিয়ে ফ্যাসিষ্ট সরকারের দোসরদের নিয়ে ইফতার মাহফিলের প্রস্তুতি নেয়। ফ্যাসিষ্টদের সাথে নেয়ায় এবং স্থানীয় বিএনপিকে না বলায় স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। ঘটনার সময় আমি সেখানে উপস্থিতিই ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত মিথ্যা ও ভিত্তি হীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। খোকন আরো বলেন, কৃষকদলের কতিপয় নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের দোসর যুবলীগ কর্মী আপেল ও আমিনুল ইসলাম গ্যামেলকে ইফতার মাহফিলের দায়িত্ব দেয়ায় এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দাওয়াত না করায় স্থানীয় লোকজন ও তৃণমূল নেতা কর্মিরা ক্ষিপ্ত হয়। তারা মনে করেন আওয়ামী দোসরদের পুনর্বাসন করার জন্যই তথাকথিত কৃষক দল নেতারা এ আয়োজন করেছে। এতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ঠ হচ্ছে। আমি এ ধরণের আয়োজনকারীদের বিচার দাবি করছি। সেই সাথে আবারও আমার বিরুদ্ধে প্রকাশত মিথ্যা ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাইম সরকার।