
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারী সংস্থা আর ডি আর এস বাংলাদেশের উদ্যোগে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।এতে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, আর ডি আর এস বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার কমিউনিটি ডেভেলপমেন্ট সুপার ভাইজার আলমগীর হোসেন, গাইবান্ধা জেলা শাখার প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম, টেকনিক্যাল অফিসার স্ব্যস্থ্য রংপুরের হুমায়ুন কবির,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, ফেডারেশন সভাপতি আইয়ুব হোসেন,সাপমারা ফেডারেশন সভাপতি ফরিদা বেগম প্রমুখ।