
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবারো মোটর সাইকেল চুরির ঘটেনা ঘটেছে। এ নিয়ে উপজেলা চত্বরের বিভিন্ন স্থান থেকে ২দিনে ২টি মোটরসাইকেল চুরি হলো।
বুধবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের জাফিরুল ইসলাম আদালতের চত্বরের বটগাছের নীচে তার ১১০ সিসির ডিসকভারি মোটরসাইকেলটি রেখে কাজ করতে অফিসে যায়। কাছ শেষে ফিরে এসে দেখতে পায় তার মোটরসাইকেলটি নেই। বিভিন্নস্থানে খুঁজেও আর মোটরসাইকেলটির সন্ধান করতে পারেনি। স্থানীয়রা জানান গত মঙ্গলবারও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে একটি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। চুরির ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিছুদিন বন্ধ থাকার পর আবারো মোটরসাইকেল চুরির হিড়িক পড়ায় মোটরসাইকেল মালিকরা বিভিন্ন কাজে শহরের এসে মোটরসাইকেল নিয়ে আতংকে ভুগছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন এধরণের চুরিতে আমরা উদ্বিগ্ন। পুলিশ চুরি রোধে উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থানে যথারীতি কাজ শুরু করছে।