গোবিন্দগঞ্জে আটক ৩ পিকেটারকে ছিনিয়ে নেয়ায় পুলিশের মামলায় ৪ জন আটক 


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ / ৪০
গোবিন্দগঞ্জে আটক ৩ পিকেটারকে ছিনিয়ে নেয়ায় পুলিশের মামলায় ৪ জন আটক 

মহিমাগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আটককৃত বিএনপির তিন নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের  হয়। 

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক রায়হানুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আবু সুফিয়ান সুজাসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ওইদিন রাতেই নিজ এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির চারজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হতে পারে। 

 সোমবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ। তিনি বলেন, বিএনপির যে তিনজন নেতাকে ছিনিয়ে নেওয়া হয়, তাদেরকে  এখনও গ্রেপ্তার করা যায়নি। তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।      

গতকাল রোববার হরতাল চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে  বিএনপি কর্মীরা পিকেটিং শুরু করে। মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের সামনে পিকেটিং করছিল। 

এ খবর পেয়ে দুপুর একটার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সেখানে পৌঁছে পিকেটিংয়ে বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের বাক-বিতন্ডার এক পর্যায়ে পুলিশ উপজেলা বিএনপি নেতা আবু সুফিয়ান সুজাসহ তিনজনকে আটক করে তাদের ভ্যানে তোলেন। 

পুলিশ আটককৃতদের নিয়ে গোবিন্দগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা দিলে বিএনপি কর্মীরা ও আটককৃতদের আত্মীয়-স্বজন রাস্তায় বসে বেরিকেড সৃষ্টি করে। এ সময় পুলিশভ্যান থেকে আটকৃতদের ছিনিয়ে নেয় তারা। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ঘটনার পর থেকে মহিমাগঞ্জ এলাকায় থমথমে অবস্থা চলছে।