
গোবিন্দগঞ্জ সংবাদদতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়ায় আদিবাসী মিলন মেলার নামের যাত্রা জুয়া হাউজি ও অশ্লীল নৃত্য সহ সকল অসামাজিক কার্যক্রম বন্ধের দাবীতে উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা ওলামা পরিষদের একটি বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়ক সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসাররের কার্যলয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আতাউর রহমান, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা আকরাম হোসেন, মাওলানা আইয়ুব হোসেন আইয়ুবী, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মোতিন মোল্লা প্রমূখ। বক্তারা অবিলম্বে এই মেলায় অবৈধ যাত্রা জুয়া,অশ্লীল নৃত্য বন্দের দাবী জানান।শেষে যাত্রা-জুয়, অশ্লীল নৃত্য সহ সকল অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসাররের মাধ্যমে জেলপ্রশাসক বরাবরে একটি স্বারক লিপি প্রদান করা হয়।