
সাঘাটা সংবাদদাতাঃ গাজায় মুসলমানদের উপর ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে গাইবান্ধা সাঘাটায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল (শুক্রবার) আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদীস যুবসংঘের উদ্যোগে উপজেলার বোনারপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একটি প্রতিবাদ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোনারপাড়া চৌ-রাস্তা মোড়ে প্রায় ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আশরাফুল ইসলাম, গোলাম মওলা, মশিউর রহমান, ইউনুছ আলী, রফিকুল ইসলাম, মুরাদ, ফিরোজ কবির প্রমূখ।
বক্তারা গাজায় ইসরাইলিদের গণহত্যার প্রতিবাদে বিশ্বের মুসলমান ভাইদের এক কাতারে থাকার আহবান করেন।
ইসরাইলি পণ্য না কেনার জন্য বাংলাদেশের মুসলিম ভাইদের নিষেধ করেন।
প্রতিবাদ শেষে গাজায় ত্রাণ শিবিরে অথ দিয়ে সহায়তার জন্য অনুরোধ করেন।