
স্টাফ রিপোর্টঃ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদসহ প্রতিবাদ সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশসহ সারাবিশ্বের বিক্ষুব্ধ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে সুন্দরগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারা আরো বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগনের উপর ইসরাইলের নির্বিচারে হত্যা ও তাদের ঘরবাড়ি স্থাপনায় হামলার নৃশংসতা সারা বিশ্বের মানুষ দেখছে। ইসরাইলি বাহিনীর ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তোলা এবং অবিলম্বে হামলা বন্ধ করে নিরীহ ফিলিস্তিনের পাশে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান তারা।