
সাঘাটা সংবাদদাতাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছড়ি নির্বাচনী এলাকায় বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এ্যাড, নাজেমুল ইসলাম নয়ন ও একজন মনোনয়ন প্রত্যাশী। বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সভা সমাবেশে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের নজর কাড়তে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে চলেছেন। প্রতিনিয়ত ছুটে চলছেন মাঠে প্রান্তরে ভোটারের দ্বারে দ্বারে। গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দন পাট গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। এ্যাড, নাজেমুল ইসলাম নয়নের পিতা মৃতু আব্দুল্লাহ প্রধান বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটির সাথে জড়িত ছিলেন। পিতার হাত ধরে ১৯৮৮ সাল থেকে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে আর্থিক সহায়তা, শিতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির মাদ্রাসা উন্নয়নকল্পে অনুদান প্রদান সহ গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন।২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাঘাটা ফুলছড়ি আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন, দল তাকে মনোনয়ন না দিয়ে হাসান তালুকদার কে মনোনয়ন দিলে তিনি হাসান তালুকদারের পক্ষে কাজ করেছেন।এ্যাড, নাজেমুল ইসলাম নয়ন এ প্রতিনিধিকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের হাই কমান্ড থেকে আমি সবুজ সংকেত পেয়েছি। আমি মনোনয়ন পেলে এ আসনে বিজয়ী হয়ে আসনটি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবো। তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দল যাকেই মনোনয়ন দিক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষেই কাজ করতে হবে।